নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে ৩০ ভরি ওজনের সোনার বার সহ বাসযাত্রী আটক

বড়াইগ্রামে ৩০ ভরি ওজনের সোনার বার সহ বাসযাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশ একটি যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে ৩০ ভরি ওজনের একটি সোনার বার সহ এক যাত্রীকে আটক করেছে।

সোমবার ভোর ৪টার দিকে ঢাকা-রাজশাহী মহাসড়কের বড়াইগ্রামের মানিকপুর এলাকায় ন্যাশনাল ট্রাভেলস্ এর যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে এই বার উদ্ধার করে পুলিশের এক বিশেষ টীম। এ সময় সোনার বার বহনকারী বাসযাত্রী আব্দুল হালিম (৪০)কে আটক করা হয়। আব্দুল আলিম মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারপ্রামের আব্দুল লতিফের ছেলে। ওই সোনার বারের আনুমানিক মূল্য প্রায় ২৪ লক্ষ টাকা।

বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, বিশেষ অভিযানের অংশ হিসেবে ঢাকা থেকে রাজশাহীগামী ন্যাশনাল ট্রাভেলস্ এ তল্লাশী চালিয়ে বাসযাত্রী আব্দুল হালিমের প্যান্টের পকেট থেকে ওই সোনার বার পাওয়া যায়। সোমবার সকালে তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে ও তাকে নাটোর আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …