বৃহস্পতিবার , মে ২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে বঙ্গমাতার ৯২ তম জন্মবার্ষিকী পালন

বড়াইগ্রামে বঙ্গমাতার ৯২ তম জন্মবার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
বড়াইগ্রামে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।

সোমবার বনপাড়া শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা সরকারী কলেজের উদ্যোগে আলোচনা সভায় অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী ও সাবেক যুগ্ম সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবলু।

সভায় বক্তারা বাঙালির দীর্ঘ মুক্তি সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কর্মময় জীবনে বঙ্গমাতার ভূমিকা তুলে ধরেন।

আরও দেখুন

হিলি দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক:মহান আর্ন্তজাতিক পহেলা মে দিবস উদযাপন উপলক্ষে এক দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের …