নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে পানিতে ডুবে যুবকের মৃত্যু

বড়াইগ্রামে পানিতে ডুবে যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে ডোবার পানিতে ডুবে সোলায়মান হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এর আগে বুধবার সন্ধ্যায় উপজেলার জোনাইল ইউনিয়নের কুশমাইল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সোলায়মান কুশমাইল গ্রামের মৃত নাজিম উদ্দিনের ছেলে। তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।

জোনাইল ইউপি চেয়ারম্যান তোজাম্মেল হক জানান, বুধবার বিকালে সোলায়মান হোসেন বাড়ি সংলগ্ন বিলে রসুনের জমির দেখার উদ্দেশ্যে বের হন। কিন্তু সন্ধ্যা ঘনিয়ে এলেও ফিরে না আসায় স্বজনরা আশেপাশে খোঁজাখুঁজি শুরু করেন। এক পর্যায়ে তারা বাড়ির পাশের ডোবায় সোলায়মানের স্যান্ডেল ভাসতে দেখেন। পরে পানিতে নেমে খোঁজাখুঁজি করে তার পানিতে ডুবে থাকা মরদেহ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বড়াইগ্রাম থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে।

আরও দেখুন

গুরুদাসপুর খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ শুরু

নিজস্ব প্রতিবেদক: চলতি বোরো মওসুমে নাটোরের গুরুদাসপুর উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে সরকারি ধান-চাল সংগ্রহের উদ্বোধন …