নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে দিনব্যাপী ফল মেলা অনুষ্ঠিত

বড়াইগ্রামে দিনব্যাপী ফল মেলা অনুষ্ঠিত


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে রোববার ‘বছর ব্যাপী ফল চাষে-অর্থ পুষ্টি দুই’ই আসে’ প্রতিপাদ্যে দিনব্যাপী ফল মেলা, কৃষক-কৃষাণীদের নিয়ে সিআইজি কংগ্রেস ও ভর্তুকি মূল্যে পাওয়ার টিলার হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার হাবিবা খাতুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপজেলা চেয়ারম্যান ডাঃ সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, সাবেক চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শেষ পর্বে খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে প্রণোদনার আওতায় গ্রীষ্মকালীন পেঁয়াজ বীজ ও রাসায়নিক সার বিতরণ এবং ৬ জন কৃষককে ভর্তূকি মূল্যে পাওয়ার টিলার দেয়া হয়।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …