নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক সেমিনার

বড়াইগ্রামে ডিজিটাল বাংলাদেশ বিষয়ক সেমিনার

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে ডিজিটাল বাংলাদেশ-২০২০ বিষয়ক সেমিনার, উপস্থিত বক্তৃতা ও চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর যৌথ ভাবে এর আয়োজন করে।

উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী প্রোগরামার আব্দুর রহমান আনছারী।

এসময় বক্তব্য রাখেন বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) খায়রুল আলম, কৃষি কর্মকর্তা শারমিন সুলতানা, ইন্সপেক্টর (তদন্ত) আব্দুর রহিম, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া কলি, উপজেলা প্রকৌশলী আব্দুর রহিম, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন, গৌরপদ মন্ডল, চাঁদ মহম্মদ, সাংবাদিক আশরাফুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানের শেষে চিত্রাংকন ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও দেখুন

গুরুদাসপুর খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ শুরু

নিজস্ব প্রতিবেদক: চলতি বোরো মওসুমে নাটোরের গুরুদাসপুর উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে সরকারি ধান-চাল সংগ্রহের উদ্বোধন …