নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে জনশুমারি ও গৃহগণনা-২০২২ কার্যক্রমের উদ্বোধন

বড়াইগ্রামে জনশুমারি ও গৃহগণনা-২০২২ কার্যক্রমের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
দেশের প্রকৃত জনসংখ্যা নির্নয়ের লক্ষ্যে শুরু হয়েছে ‘জনশুমারি ও গৃহগণনা-২০২২’ কার্যক্রমের। এরই অংশ হিসেবে নাটোরের বড়াইগ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাস ভবনে গণনার মাধ্যমের এই কর্মসূচীর উদ্বোধন করা হয়। উপজেলা নির্বহী কর্মকর্তা মারিয়াম খাতুন এই কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফরহাদ হোসেন, জোনাল অফিসার আওলাদ হোসেন প্রমূখ।

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, এবার দেশে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে শুমারি পরিচালিত হচ্ছে। জনশুমারির এবারের প্রতিপাদ্য ‘জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন।’ মূলত আগামী ১০ বছর দেশের উন্নয়ন পরিকল্পনায় সবার অংশগ্রহণ নিশ্চিত করা যায় এ জন্যই ধারাবাহিকভাবে জনশুমারি কার্যক্রম পরিচালনা করা হয়।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …