রবিবার , ডিসেম্বর ২৯ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে জনশুমারি ও গৃহগণনা-২০২২ কার্যক্রমের উদ্বোধন

বড়াইগ্রামে জনশুমারি ও গৃহগণনা-২০২২ কার্যক্রমের উদ্বোধন


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
দেশের প্রকৃত জনসংখ্যা নির্নয়ের লক্ষ্যে শুরু হয়েছে ‘জনশুমারি ও গৃহগণনা-২০২২’ কার্যক্রমের। এরই অংশ হিসেবে নাটোরের বড়াইগ্রামে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাস ভবনে গণনার মাধ্যমের এই কর্মসূচীর উদ্বোধন করা হয়। উপজেলা নির্বহী কর্মকর্তা মারিয়াম খাতুন এই কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফরহাদ হোসেন, জোনাল অফিসার আওলাদ হোসেন প্রমূখ।

উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন, এবার দেশে প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে শুমারি পরিচালিত হচ্ছে। জনশুমারির এবারের প্রতিপাদ্য ‘জনশুমারিতে তথ্য দিন, পরিকল্পিত উন্নয়নে অংশ নিন।’ মূলত আগামী ১০ বছর দেশের উন্নয়ন পরিকল্পনায় সবার অংশগ্রহণ নিশ্চিত করা যায় এ জন্যই ধারাবাহিকভাবে জনশুমারি কার্যক্রম পরিচালনা করা হয়।

আরও দেখুন

পাখি ও বন্যপ্রাণি শিকারের তথ্য দিলেই উপহার! ১১ টি শালিক অবমুক্ত, পাখি রক্ষায় লিফলেট বিতরণ 

নিজস্ব প্রতিবেদক ,,,,,,,,,,,,,,,,,,চলনবিলে পাখি শিকার রোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে পরিবেশবাদী সংগঠন …