নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে গ্যাসের সিলিন্ডারে ২১৩ বোতল ফেন্সিডিল, আটক ৩ জন

বড়াইগ্রামে গ্যাসের সিলিন্ডারে ২১৩ বোতল ফেন্সিডিল, আটক ৩ জন

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
যাত্রীবাহি বাসে তিনটি গ্যাসের সিলিন্ডার নিয়ে কুষ্টিয়ার দৌলতপুর থেকে নারায়নগঞ্জ যাচ্ছিলো ৩ যাত্রী। পথে গোপন সংবাদের ভিত্তিতে নাটোরের বড়াইগ্রাম থানা পুলিশ বাসটি তল্লাশী চালিয়ে ওই ৩টি সিলিন্ডারের মধ্য থেকে ২১৩ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে এবং ওই তিন যাত্রীকে আটক করে।

আটককৃতরা হলেন, কুষ্টিায়ার দৌলতপুর উপজেলার বৈদ্যনাথতলা এলাকার রাজন হোসেন (৩২), একই উপজেলার বাগজট তালতলা এলাকার সাজিদ হোসেন (২৮) ও উকিল হোসেন (৩০)। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে থানার উপ-পরিদর্শক আনোয়ার হোসেনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের মানিকপুর এলাকায় জেএস ট্রাভেলস নামের যাত্রীবাহি বাসে তল্লাশী চালিয়ে ফেন্সিডিলসহ ৩ মাদকদ্রব্য পাচারকারীকে আটক করে।

থানার পরিদর্শক (তদন্ত) আব্দুর রহিম জানান, আটককৃত ৩জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে ও শনিবার বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

আরও দেখুন

গুরুদাসপুর খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহ শুরু

নিজস্ব প্রতিবেদক: চলতি বোরো মওসুমে নাটোরের গুরুদাসপুর উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে সরকারি ধান-চাল সংগ্রহের উদ্বোধন …