নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে ঐতিহাসিক ৭ মার্চ পালিত

বড়াইগ্রামে ঐতিহাসিক ৭ মার্চ পালিত


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা সভার মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। রবিবার সকালে ইউএনও জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।

বিশেষ অতিথি হিসাবে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা ও সুরাইয়া আক্তার কলি, এমপি পুত্র আসিফ আব্দুল্লাহ শোভন বিন কুদ্দুস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন বক্তব্য রাখেন।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …