নীড় পাতা / Uncategorized / বড়াইগ্রামে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানবন্ধন

বড়াইগ্রামে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মানবন্ধন


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:

নাটোরের বড়াইগ্রামে নগর ইউপি চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালুর চলমান দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে মানববন্ধন করেছে তারই প্রতিবেশী গ্রামবাসীরা । শুক্রবার সকালে নগর ইউনিয়নের ধানাইদহ গ্রামে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় আওয়ামীলীগ নেতা আলেক প্রামাণিকের নেতৃত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় প্রায় দেড় শতাধিক নারী পুরুষ অংশগ্রহণ করেন। উক্ত মানববন্ধনে চেয়ারম্যান নিলুফার ইয়াসমিন ডালুর বিরুদ্ধে দুর্নীত, সন্ত্রাসী কর্মকান্ড, গ্রামবাসীর উপর নির্যাতন, গ্রাম্য শলিস বানিজ্য, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের নামে অর্থ আত্মসাৎ করে রাতারাতি কোটিপতি হওয়ার ফেরস্তি তুলে ধরে একাধিক নারী পুরুষ বক্তব্য রাখেন।

তারা চেয়ারম্যানের দুর্নীতির উৎস খুঁজে বের করে শাস্তির ব্যবস্থা করার জন্য জোর দাবী জানান। এ সময় আওয়ামীলীগ নেতা আবু সাইদ ও যুবলীগ নেতা শরীফ বক্তব্যে বলেন, চেয়ারম্যান ক্ষমতার অপব্যবহার করে তার লালিত সন্ত্রাসী দ্বারা গ্রামবাসীর উপর বিভিন্ন নির্যাতন করছে। সম্প্রতি তুচ্ছ একটা ঘটনাকে কেন্দ্র করে আমাদের পাড়ার কাউকে বাজারে, মাঠে ঘাটে যেতে দিচ্ছে না। আমরা ব্যবসা করতে পারছি না, মাঠ থেকে ফসল তুলতে পারছি না। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

আরও দেখুন

পুঠিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহনকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা শুরু

নিজস্ব প্রতিবেদক:রাজশাহীর পুঠিয়ায় দ্বিতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ১ হাজার ৬৯৮ জন ভোট …