নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে অতিরিক্ত ভাড়া নেয়ায় ১৫ পরিবহনকে জরিমানা

বড়াইগ্রামে অতিরিক্ত ভাড়া নেয়ায় ১৫ পরিবহনকে জরিমানা


নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:

ঈদ শেষে মানুষ ঢাকায় ফিরছেন। গণপরিবহনে স্বাস্থ্য বিধি মানা হচ্ছে কিনা এবং অতিরিক্ত ভাড়া নিচ্ছে কিনা তা তদারকি করতে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার নাটোরের বড়াইগ্রামে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমান আদালত পরিচালনা করে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করার অপরাধে ১৫টি যাত্রী বাহি বাস কর্তৃপক্ষের কাছ থেকে মোট ৬২ হাজার ৫শত টাকা জরিমানা আদায় করেছে।

বনপাড়া-ঢাকা মহাসড়কের বড়াইগ্রামের মাঝগাঁও ইউপি মোড়ে অবস্থান নিয়ে ভ্রাম্যমান আদালত বাসে করোনাকালীন স্বাস্থ্য বিধি মানা হচ্ছে কিনা তা তদারকি করা হয়। একই সাথে যাত্রীদের সাথে কথা বলে ও টিকিট চেক করে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা প্রমাণিত হলে ১৫টি বাস কর্তৃপক্ষকে জরিমানার আদেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালত।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলায় সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: গত নির্বাচনে পরাজিত প্যানেলের কতিপয় সদস্য নিজেদের স্বার্থ হাসিলের জন্য দু’জন পরিচালকের নেতৃত্বে …