নীড় পাতা / উত্তরবঙ্গ / ব্যবসায়ীর মৃত্যুতে অর্ধবেলা হিলি স্থলবন্দরের বানিজ্য বন্ধ

ব্যবসায়ীর মৃত্যুতে অর্ধবেলা হিলি স্থলবন্দরের বানিজ্য বন্ধ


নিজস্ব প্রতিবেদক, হিলি:
হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক ও হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারক গ্রুপের সদস্য গোলাম মোরশেদ শাহিনের মৃত্যুতে হিলি স্থলবন্দরের আমদানি রফতানি সহ সকল কার্য্যক্রম অর্ধ বেলা বন্ধ খাকে।

গোলাম মোরর্মেদ শাহিন হিলি বন্দরের সাদ ট্রেডার্সের সত্বাধীকারি। তিনি আজ ভোরে বগুড়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে হিলি স্থলবন্দরের সকল কার্য্যক্রম বেলা ২ টা পর্যন্ত বন্ধ থাকে।

এদিকে হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ হারুন জানান, তার মৃত্যুতে আমরা শোকাহত। তার মৃত্যুতে বন্দরের সকল কার্য্যক্রম অর্ধবেলা বন্ধ রাখা হয়েছে। তার জানাযা শেষে আমদানি রফতানি বানিজ্য সহ সকল কার্য্যক্রম স্বাভাবিক হয়ে আসে।

হিলি পানামা পোর্ট লিংক লিমিটেড এর গনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক প্রতাপ জানান, হিলি স্থলবন্দরের আমদানি রফতানি কারক গ্রুপের এক চিঠির বরাদ দিয়ে তিনি বলেন বিশিষ্ট আমদানি কারক গোলাম মোরশেদ শাহিনের মৃত্যুতে পানামা র্পোটের লোর্ড-আনলোড অর্ধবেলা বন্ধ রাখা হয়।

আরও দেখুন

ফোনে কথা বলতে বলতে মোটরসাইকেল চালানোয় নাটোরে ট্রাক চাপায় কলেজ ছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক: ফোনে কথা বলতে বলতে মোটরসাইকেল চালানোয় নাটোরে ট্রাক চাপায় মোঃ রিয়াদ রায়হান (২২) …