শুক্রবার , এপ্রিল ২৬ ২০২৪
নীড় পাতা / জাতীয় / বিশ্ব যুব দাবায় দক্ষিণ আফ্রিকাকে হারালো বাংলাদেশ

বিশ্ব যুব দাবায় দক্ষিণ আফ্রিকাকে হারালো বাংলাদেশ

নিউজ ডেস্ক:
আজারবাইজানের নাকচিভান অটোনোমাস রিপাবলিকে রোববার শুরু হয়েছে ফিদে ওয়ার্ল্ড ইয়ুথ অনূর্ধ্ব-১৬ দাবা অলিম্পিয়াডের খেলা। প্রথম রাউন্ডের খেলায় বাংলাদেশ ৩-১ গেম পয়েন্টে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা-২ কে।

বাংলাদেশ দলের ক্যান্ডিডেটমাস্টার মনন রেজা নীড়, ক্যান্ডিডেটমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ ও মো. সাজিদুল হক যথাক্রমে দক্ষিণ আফ্রিকার লেভিতান জুদাহ নাথান, এনউইদো খোদানি ও বোসোমা চিশোমোকে পরাজিত করেন।

সোমবার দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ কিউবার সাথে খেলছে। বাংলাদেশ দলের অধিনায়ক কাম প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন আন্তর্জাতিক মাস্টার ও ফিদে ট্রেইনার আবু সুফিয়ান শাকিল।

২৩ দেশের ৩৪ দলের শীর্ষস্থানীয় অনূর্ধ্ব-১৬ বছর বয়সী দাবা খেলোয়াড়রা এ ইভেন্টে অংশগ্রহণ করছেন।

আরও দেখুন

সিংড়ায় অগ্নিকান্ডে পুড়লো ১২ স্বর্ণের দোকান, অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

নিজস্ব প্রতিবেদক: নাটোরের সিংড়ায় আকস্মিক অগ্নিকাণ্ডে স্বর্ণ পট্টির ১২টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে আটটি …