নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে আটক-১৯

বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে আটক-১৯

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর:

দিনাজপুর বিরামপুর থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ জন ওয়ারেন্ট ভুক্ত আসামী ও জুয়া খেলার অপরাধে মোবাইল কোর্টে প্রত্যেকে ১ মাসের সাজাপ্রাপ্ত আসামী ১৪ জনসহ ১৯ জন আসামীকে আটক করে বিরামপুর থানা পুলিশ। 

গতকাল বৃহস্পতিবার ও (৬ জানুয়ারি) শুক্রবার ভোর রাতে বিরামপুর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯ জন আসামীকে আটক করে বিরামপুর থানা পুলিশ। 

আটককৃত ৫ জন ওয়ারেন্ট ভুক্ত  আসামীরা হলেন, বিরামপুর পৌর এলাকার চকপাড়া গ্রামের, শহীদ আলীর ছেলে  ছেলে ১। শাওন(২২), ও ২।  শহীদ আলীর স্ত্রী মনোয়ারা (৪২), চকপাড়া (শাহীন পুকুর)  এলাকার মৃত-সামছুল আলীর ছেলে ৩। রুবেল  (৩৩), বিরামপুর উপজেলার মাহমুদপুরের শাহাজানের ছেলে ৪। কাজল (৪৬), উপজেলার কৃষ্টচাঁদপুরের মৃত-জবান আলীর ছেলে ৫। হাফিজুল ইসলাম। 

জুয়া খেলার অপরাধে মোবাইল কোর্টের ১৪ জন ১ মাসের সাজাপ্রাপ্ত আসামীরা হলেন, বিরামপুর উপজেলার রতনপুর দক্ষিণপাড়া গ্রামের মৃত-মকবুল হোসেনের ছেলে ১। মশিয়ার রহমান আবু (৬৫), রতনপুর মন্ডলপাড়া র  হাবিবুর রহমানের ছেলে ২। বেলাল হোসেন (৪০), রতনপুর মধ্যপাড়ার মৃক-আফুল উদ্দীনের ছেলে ৩। কুরাইশ হোসেন (৫২), রতনপুর হিন্দুপাড়ার মৃক-জাহাঙ্গীর হোসেনের ছেলে ৪। মাসুদ রানা(২৬), রতনপুর মধ্যপাড়ার মৃত-অকুল উদ্দীনের ছেলে ৫। অসকোরন (৪৭),রতনপুর হিন্দুপাড়ার মৃত পরেশ মন্ডলের ছেলে ৬। শ্রী সবুজ (৩৪),

রতনপুরের মৃত হবিবর রাহমানের ছেলে ৭। জাহিদুল ইসলাম (২৯),রামদেবপুর গ্রামের মজিবরের ছেলে ৮। জামিউল (২৮), রতনপুর হিন্দুপাড়ার মৃত প্রুফুল্লের ছেলে ৯। সজেন চন্দ্র (৪৮),রামদেবপুর গ্রামের মোকছেদের ছেলে ১০। মোস্তাকিন (২৭), রতনপুরের মৃত নুবেন মমু র ছেলে ১১। সুশীল মূর্মু ওরফে ভূট্টু(৪৫),রাসদেবপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে ১২। মঞ্জুরুল ইসলাম(২৮), রতনপুর হিন্দুপাড়ার  মৃত খতিশের ছেলে ১৩। শ্রী মিলন মন্ডল (৫৫), সকলের বাসা দিনাজপুর জেলার বিরামপুর থানায়। 

নীলফামারী জেলার জলঢাকা উপজেলার নিচপাড়া গ্রামের সুধা বমনের ছেলে ১৪।  শ্রী বিকাশ রায় (৩২),

বিরামপুর থানার অফিসার ইনচার্জ ওসি সুমন কুমার মহন্ত জানান, গ্রেফতারকৃত আসামীদের কে আজ প্রয়োজনীয় পুলিশ স্কটের মাধ্যমে প্রিজন ভ্যানে বিজ্ঞ আদালত ও জেলা কারাগার দিনাজপুরে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য যে, ছবিতে উপরোক্ত ১৯ জন আসামিসহ আরও ১ জন রিমান্ড ফেরত আসামি আছে। 

আরও দেখুন

লালপুরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ 

নিজস্ব প্রতিবেদক, লালপুর: আসন্ন উপজেলা পরিষদের ২য় ধাপ নির্বাচনে নাটোরের লালপুরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ …