শুক্রবার , এপ্রিল ২৬ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / দিনাজপুর / বিরামপুরে অভিমানে শিক্ষার্থীর আত্মহত্যা

বিরামপুরে অভিমানে শিক্ষার্থীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক দিনাজপুর:
দিনাজপুরের বিরামপুরে গলায় ফাঁস দিয়ে শাহাদত আলম (১৯) নামের এক কলেজ পড়ুয়া শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।
রবিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাটলা ইউনিয়নের হরিহরপুর গ্রামে এ দূর্ঘটনা ঘটে।

নিহত শাহাদত আলম উপজেলার কাটলা ইউনিয়নের হরিহরপুর গ্রামের মো. মজির উদ্দিন মন্ডলের ছেলে। তিনি বিরামপুর সরকারি কলেজের এইচএসসি মানবিক বিভাগের ছাত্র ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলার হরিহরপুর গ্রামের মো. মজির উদ্দিন মন্ডলের কলেজ পড়ুয়া ছেলের এইচএসসি পরীক্ষা চলছিলো। এর মাঝে সকালে পড়ালেখা নিয়ে পরিবারের সাথে ঝগড়া হয়। পরে শাহাদত তার ঘরের দরজা অনেক সময় বন্ধ করে রাখে। দরজা খোলার জন্য তাকে তার বাবা-মা ডাকলে কোন সাড়া না পেয়ে নিজেরাই ধাক্কা মেরে দরজা খোলে দেখেন তাদের ছেলে অভিমান করে ঘরের বরগার সাথে গলায় রশি পেঁচিয়ে ফাঁস লাগিয়ে ঝুলিয়ে আছে। এমতাবস্থায় পুলিশকে খবর দিলে পুলিশ এসে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করে।

খবর পেয়ে বিরামপুর থানার উপ-পরিদর্শক মো. আনছারুল ইসলাম লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত যুবকের আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ পরিবারের মাঝে হস্তান্তর করা হয়েছে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় বৃষ্টির জন্য নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক:নাটোরের বাগাতিপাড়ায় তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির প্রার্থনায় দুটি স্থানে নামাজ আদায় করেছেন …