নীড় পাতা / আন্তর্জাতিক / বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিদর্শনে প্রণয় ভার্মা

বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিদর্শনে প্রণয় ভার্মা

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র রমজান মাস ও আসন্ন ঈদ উৎসব উদ্‌যাপনের জন্য বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা ও তাঁর স্ত্রী মিসেস মনু ভার্মা বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিদর্শন করেন। আজ ২০ এপ্রিল দুপুরে ঢাকার বিদ্যানন্দ ফাউন্ডেশন পরিদর্শন করেন তিনি।

এসময় ফাউন্ডেশন সমর্থিত সুবিধাবঞ্চিত শিশুদের জন্য খাদ্যসামগ্রী, বই ও উপহার প্রদান করেন। হাই কমিশনার তাঁর বক্তব্যে মানবতার মর্ম, সহানুভূতি ও একে অপরের প্রতি সমর্থনকে ঈদ উৎসবের মূল বার্তা হিসেবে তুলে ধরেন। তিনি সুবিধাবঞ্চিত শিশুদের জীবনযাত্রার উন্নয়নে বিদ্যানন্দ ফাউন্ডেশনের নিষ্ঠা ও অঙ্গীকারের প্রশংসাও করেন। হাই কমিশনার ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যৌথ আত্মত্যাগের ভিত্তিতে প্রতিষ্ঠিত ভারত ও বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব সম্পর্কে আরও জানতে শিশুদের উৎসাহিত করেন।এই শিশুদের জন্য একটি উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যত বিনির্মাণে আগামীতে এই ফাউন্ডেশনকে অব্যাহত সহযোগিতা প্রদানে উন্মুখ ভারতীয় হাইকমিশন।

আরও দেখুন

লালপুরে দুস্থদের মাঝে যাকাত ফান্ডের নগদ অর্থ বিতরণ

নিজস্ব প্রতিবেদক: নাটোরের লালপুর উপজেলা শাখার ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে সরকারি যাকাত ফান্ডের নগদ অর্থ দুস্থদের …