শনিবার , এপ্রিল ২৭ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বাল্য বিয়ে বন্ধ করতে বদ্ধপরিকর গুরুদাসপুরের ইউএনও

বাল্য বিয়ে বন্ধ করতে বদ্ধপরিকর গুরুদাসপুরের ইউএনও

নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
বাল্য বিয়ে বন্ধ করতে বদ্ধপরিকর গুরুদাসপুরের উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেন। গত কয়েক মাস ধরে তিনি প্রতিদিনই একটি দুটি করে বাল্যবিবাহ বন্ধ করছেন। সেই সাথে অভিভাবকদের কাছ থেকেও অঙ্গীকার নিচ্ছেন ১৮ বছরের আগে বিয়ে না দেয়ার। এরই সূত্র ধরে তিনি শুরুদাসপুর উপজেলার সকল গুরুত্বপূর্ণ স্থানে বাল্যবিবাহ ও ইভটিজিং বিরোধী বিলবোর্ড স্থাপন করেছেন।

উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেন জানান, আমরা বাল্যবিবাহ ও ইভটিজিং মুক্ত গুরুদাসপুর গড়তে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। এই জন্যই উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে উপজেলা নির্বাহী অফিসারের যোগাযোগ নম্বর সহ তালিকা টাঙিয়ে দেয়া হচ্ছে।

আরও দেখুন

বৈশাখের খরতাপে চলনবিলে শ্রমিকের মাঝে স্যালাইন-পানি বিতরণ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: বৈশাখের তীব্র তাপদাহে মানুষ ও প্রাণীকুলের জীবন-যাপন হাঁসফাঁস অবস্থা। বিশেষ করে চলনবিলের কৃষি …