নিজস্ব প্রতিবেদক, লালপুরঃ
বাল্য বিয়ে বন্ধ করতে বদ্ধপরিকর গুরুদাসপুরের উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেন। গত কয়েক মাস ধরে তিনি প্রতিদিনই একটি দুটি করে বাল্যবিবাহ বন্ধ করছেন। সেই সাথে অভিভাবকদের কাছ থেকেও অঙ্গীকার নিচ্ছেন ১৮ বছরের আগে বিয়ে না দেয়ার। এরই সূত্র ধরে তিনি শুরুদাসপুর উপজেলার সকল গুরুত্বপূর্ণ স্থানে বাল্যবিবাহ ও ইভটিজিং বিরোধী বিলবোর্ড স্থাপন করেছেন।
উপজেলা নির্বাহী অফিসার তমাল হোসেন জানান, আমরা বাল্যবিবাহ ও ইভটিজিং মুক্ত গুরুদাসপুর গড়তে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি। এই জন্যই উপজেলার গুরুত্বপূর্ণ স্থানগুলোতে উপজেলা নির্বাহী অফিসারের যোগাযোগ নম্বর সহ তালিকা টাঙিয়ে দেয়া হচ্ছে।
আরও দেখুন
বিএনপির সাবেক এমপি আমিনুল ইসলামের বিরুদ্ধে হামলা-দখলের অভিযোগ
নিজস্ব প্রতিবেদক চাঁপাইনবাবগঞ্জ,,,,,,,,,,চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিল্প ও বানিজ্য বিষয়ক সহ-সম্পাদক ও সাবেক …