নীড় পাতা / আইন-আদালত / বাবাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত

বাবাকে হত্যার দায়ে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের লালপুরে বাবা ঘুঘুর আলীকে হত্যার দায়ে ছেলে মুনছুর আলীকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে নাটোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে আদালতের বিচারক মোহম্মদ সাইফুর রহমান সিদ্দিক এই রায় ঘোষনা করেন। এসময় দন্ডপ্রাপ্ত মুনছুর আলী আদালতে উপস্থিত ছিলেন। দন্ডপ্রাপ্ত মুনছুর আলী লালপুরের শোভ ঠাকুরপাড়া গ্রামের মৃত ঘুঘুর আলীর ছেলে।

মামলার এজাহার সুত্রে জানা যায়, ২০১৩ সালের ১৩ মার্চ সকালে নিহত ঘুঘুর আলীর সাথে তার ছেলে মুনছুর আলীর টাকা চাওয়া নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে ছেলে মুনছুর আলী লোহার সাবল দিয়ে বাবাকে আঘাত করে। পরে পরিবারের সদস্যরা আহত অবস্থায় ঘুঘুর আলীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ ঘটনায় নিহতের বড় ছেলে আনছার আলী বাদী হয়ে তার সহোদর মুনছুর আলীকে আসামী করে লালপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরর পর পুলিশ মুনছুর আলীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করেন। পরে পুলিশ মুনছুর আলীর বিরুদ্ধে আদালতে চার্জশীট প্রদান করেন। প্রায় সাড়ে ৬ বছর মামলার ১২ জন স্বাক্ষীর স্বাক্ষ্য প্রমাণ গ্রহন শেষে আদালতের বিচারক অভিযুক্ত মুনছুর আলীকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দেন।  

আরও দেখুন

প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে তরুনীকে ধর্ষণ,থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ করেছে রুবেল নামের প্রেমিক ও তার দুই …