নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ায় সুরক্ষা সামগ্রী বিতরণ

বাগাতিপাড়ায় সুরক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক, বাগতিপাড়া:
নাটোরের বাগাতিপাড়ায় করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে জিমনেসিয়াম হল রুমে ইউএনও প্রিয়াংকা দেবী পাল’র সভাপতিত্বে প্রধান অতিথি নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এ ছাড়াও বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল, আরও উপস্থিত ছিলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার ডা. নাজমুস সাকিব প্রমুখ। এসময় উপজেলার ৫৬টি প্রাথমিক বিদ্যালয়, ৪১টি মাধ্যমিক বিদ্যালয়, ১১কলেজ, ৭টি মাদ্রসা ও ৬টি কারিগরি বিদ্যালয়ে সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। প্রতিটি প্রতিষ্ঠানে ১০০টি মাস্ক, ৪টি হ্যান্ডস্যানিটাইজার ও ৪টি করে সাবান বিতরণ করা হয়।

এ ছাড়াও ১০টি প্রতিষ্ঠানে থার্মাল স্ক্যানার এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি পাল্স অক্সিমিটার দেওয়া হয়।

আরও দেখুন

নর্থ বেঙ্গল সুগার মিলে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: নর্থ বেঙ্গল সুগার মিলের চলমান মৌসুমি জনবল থেকে স্থায়ীকরণ স্থগিতাদেশ প্রত্যাহার এবং সরকার …