নীড় পাতা / আইন-আদালত / বাগাতিপাড়ায় মাস্ক ব্যবহার না করায় অর্থ দন্ড করেছে ভ্রাম্যমান আদালত

বাগাতিপাড়ায় মাস্ক ব্যবহার না করায় অর্থ দন্ড করেছে ভ্রাম্যমান আদালত

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:

নাটোরের বাগাতিপাড়ায় করোনা ভাইরাস সংক্রমন রোধে সরকারের নির্দেশিত মাস্ক ব্যবহার না করায় ১১ জনকে অর্থদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যামান আদালত। বৃহস্প্রতিবার (১১ জুন) দুপুরে উপজেলা চত্ত্বরে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইউএনও প্রিয়াংকা দেবী পাল ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অর্থ দন্ড দেন। এতে মাস্ক ব্যবহার না করা ১১ জনকে ৮শত টাকা অর্থ দন্ড করেন ভ্রাম্যমান আদালত ।

জানা যায়, দেশে চলমান করোনা সংক্রমনরোধে উপজেলার বিভিন্ন হাট বাজার ও জনসমাগম স্থানে উপজেলা প্রশাসন নিয়মিত ভ্রাম্যমান আদালত পরিচালনা করে থাকেন। সামাজিক দূরত্ব বজায় রাখা ও যথা নিয়মে মাস্ক ব্যবহার ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয়াংকা দেবী পাল বলেন, করোনা সংক্রমনরোধে জনসাধারণের স্বাস্থ্যবিধি মানতে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যহত আছে এবং থাকবে।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …