নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
নাটোরের বাগাতিপাড়ায় করোনা ভাইরাসে প্রাদূভাবে কর্মহীন হয়ে পড়া খ্রীস্টান পল্লী অর্ধশত মানুষের হাতে ত্রাণের খাদ্য সামগ্রী তুলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।
আজ শুক্রবার বাগাতিপাড়া উপজেলার পাকা ইউনিয়নের চিতলীয়ার খাটখোল এলাকায় কর্মহীন হতদরিদ্র খ্রীস্টান মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।
খাদ্য সামগ্রী বিতরণের সময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক আনিসুর রহমান,ছাত্রলীগের সভাপতি আতিক হাসান বিদ্যুৎ ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মোল্লা, সহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ। খাদ্য সামগ্রী মধ্যে ছিল চাল ,ডাল, আলু, হাত ধোঁয়ার সাবান ।
এসময় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, করোনা ভাইরাস বিশ্বে মহামারী আকার ধারণ করেছে । এর একমাত্র মেডিসিন হচ্ছে সামাজিক দূরত্ব বজায় রাখা। যতদিন এর কোন প্রতিশেধক তৈরী না হচ্ছে ততদিন আমাদের সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। তাই সকল জনসাধারণের উদ্দেশ্যে করোনা মোকাবেলা ও প্রতিরোধ বিষয়ে অবহিত করেন তিনি। এসময় তিনি আরো বলেন, খাটখোল খ্রীস্টান পল্লীতে একটি নতুন গ্রীর্জা তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।