নীড় পাতা / স্বাস্থ্য / করোনা / বাগাতিপাড়ায় করোনায় প্রধান শিক্ষকের মৃত্যু

বাগাতিপাড়ায় করোনায় প্রধান শিক্ষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
করোনা আক্রান্ত হয়ে নাটোরের বাগাতিপাড়ায় নূরপুর মালঞ্চি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহমুদা সুলতানা (৩৫) মৃত্যু বরণ করেছেন। এটি এই উপজেলার করোনায় প্রথম মৃত্যু। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত মাহমুদা সুলতানা উপজেলার বড় বাঘা এলাকার মৌল্লিকপুর গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।

পরিবার ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ২০ জুন বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাঁর করোনা পরীক্ষার জন্য নমুনা দিলে করোনা পজেটিভ রেজাল্ট আসে। তার জ্বর ও শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন ডাক্তার। পরে তাকে রাজশাহীতে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ ফরিদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহাদত হোসেন জানান, করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তাঁর এই মৃত্যুতে বাগাতিপাড়া শিক্ষক পরিবারের পক্ষথেকে শোক জানানো হয়েছে।

আরও দেখুন

নর্থ বেঙ্গল সুগার মিলে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: নর্থ বেঙ্গল সুগার মিলের চলমান মৌসুমি জনবল থেকে স্থায়ীকরণ স্থগিতাদেশ প্রত্যাহার এবং সরকার …