নীড় পাতা / টপ স্টোরিজ / বাগাতিপাড়া ও লালপুর উপজেলার বিভিন্ন স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ

বাগাতিপাড়া ও লালপুর উপজেলার বিভিন্ন স্থানে বাংলাদেশ সেনাবাহিনীর খাদ্য সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ
নাটোরের বাগাতিপাড়া লালপুর উপজেলা বিভিন্ন স্থানে বাংলাদেশ সেনাবাহিনী শুকনো খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।গত সোমবার আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড এর ব্যবস্থাপনায় দুই উপজেলার ২১৮ টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।

কাদিরাবাদ ক্যান্টনমেন্ট সূত্রে জানা যায়, সেনাবাহিনীর জন্য বরাদ্দকৃত খাবার কম গ্রহণ করে সেখান থেকে দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। বেসামরিক প্রশাসনকে সহযোগিতার পাশাপাশি দরিদ্র ও দুস্থদের সাধারণের জরুরি সাহায্য হিসেবে বিভিন্ন প্রকার ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রয়েছে।

দুর্যোগকালীন সময়ে দরিদ্র পরিবার সমূহকে আর্মি ট্রেনিং এন্ড ইঞ্জিনিয়ার সেন্টার এন্ড স্কুল অফ মিলিটারি ইঞ্জিনিয়ারিং এর মানবিক সহায়তা কার্যক্রম চলমান থাকবে। শুকনো খাবার ছাড়াও মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ও বিতরণ করা হয়েছে।

আরও দেখুন

নর্থ বেঙ্গল সুগার মিলে বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক: নর্থ বেঙ্গল সুগার মিলের চলমান মৌসুমি জনবল থেকে স্থায়ীকরণ স্থগিতাদেশ প্রত্যাহার এবং সরকার …