নীড় পাতা / আইন-আদালত / বাগাতিপাড়ায় ‘সিপিসি’কে সাথে নিয়ে শপিংমল বন্ধ করলো পুলিশ

বাগাতিপাড়ায় ‘সিপিসি’কে সাথে নিয়ে শপিংমল বন্ধ করলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়াঃ
লকডাউন উপেক্ষা করে নাটোরের বাগাতিপাড়ায় বিভিন্ন বাজার ও শপিংমল গুলোতে জনসমাগম বাড়ায় ” সিপিসি”কে সাথে নিয়ে সপিংমল এবং বস্ত্র বিতানগুলো বন্ধ করে দেয় থানা পুলিশ।

“সিপিসি” সদস্য স্থানীয় সাংবাদিক ফজলুর রহমান বলেন, বাগাতিপাড়ায় প্রথম দুইজন করোনা রোগী সনাক্ত হয়েছে। সেজন্য সরকারি নির্দেশনা অনুযায়ী জনসাধারণকে সচেতন করতে এবং ঘরে ফেরাতে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে কজ করে যাচ্ছে বাগাতিপাড়া করোনা প্রতিরোধ কমিটি “সিপিসি”।

এসময় কর্মরত থানার এস আই আকরাম হোসেন বলেন, এসপি স্যারের নির্দেশনা অনুযায়ী ওসি স্যারের অনুমতিক্রমে করোনা গ্রাস থেকে নিরাপদে রাখতে উপজেলার বিভিন্ন শপিংমল ও বস্ত্র বিতান গুলো বন্ধ করেছি।

এবিষয়ে বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, করোনা ভাইরাস কোভিড-১৯ এর ভয়াল থাবা থেকে এই উপজেলাও রেহাই পেলোনা তাই সবাইকে বুঝিয়ে ঘরে ফেরাতে কাজ করছে এই মডেল থানা পুলিশ এবং তাদের এই কার্যক্রম চলমান থাকবে।

আরও দেখুন

লালপুরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ 

নিজস্ব প্রতিবেদক, লালপুর: আসন্ন উপজেলা পরিষদের ২য় ধাপ নির্বাচনে নাটোরের লালপুরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ …