নীড় পাতা / উন্নয়ন বার্তা / বাগাতিপাড়ায় শোক দিবস উপলক্ষে যুব ঋণের চেক বিতরণ

বাগাতিপাড়ায় শোক দিবস উপলক্ষে যুব ঋণের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক,বাগাতিপাড়া: নাটোরের বাগাতিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের উদ্যোগে যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে। শনিবার সকালে উপজেলা শিল্পকলা একাডেমী হল রুমে ইউএনও প্রিয়াংকা দেবী পালের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় শোক দিবসের এক আলোচনা সভায় এ চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার ৩২ জন যুবক ও যুব মহিলাদের ১০ লক্ষ ৯০ হাজার টাকার চেক তুলে দেয়া হয়। গাভী পালন, গরু মোটাতাজাকরণ ও ছাগল পালনে ১৩ জন নারী ও ১৯ জন যুবককে এ ঋণ প্রদান করে উপজেলা যুব উন্নয়ন কার্যালয়। ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী, মহিলা ভাইস চেয়ারম্যান খোদিজা বেগম শাপলা, মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, কৃষি অফিসার মোমরেজ আলী, পুলিশ অফিসার মনিরুল ইসলাম, সহকারি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম ও জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ইউনুস আলী,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু,জেলা পরিষদের মহিলা সদস্য ও উপজেলা আওয়ামীলীগ সভানেত্রী ফরিদা পারভিন প্রমুখ।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *