নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ায় শিশু ও নারী উন্নয়নে জেলা তথ্য অফিসের ওরিয়েন্টেশন কর্মশালা

বাগাতিপাড়ায় শিশু ও নারী উন্নয়নে জেলা তথ্য অফিসের ওরিয়েন্টেশন কর্মশালা

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
জেলার বাগাতিপাড়ায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় নেতৃস্থানীয় ব্যাক্তিবর্গদের নিয়ে ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করে জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী । উপজেলা প্রশাসনের সহযোগিতায় সোমবার সকালে উপজেলা বড়াল সভা কক্ষে উপজেলার জনপ্রতিনিধি,রাজনৈতিক নেত্রীবৃন্দ, সাংবাদিক,ধর্মীয় নেতা, শিক্ষক এবং গণ্যমান্য ব্যাক্তিদের নিয়ে এসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী পাল’র সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী,মেডিকেল অফিসার ডা.সোহানুর রহমান, সাবেক ডেপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও জাসদ নেতা শ্যামল কুমার রায়, আ’লীগের নেতা ইউনূস আলী ও নুরুল ইসলাম ঠান্ডু, উপজেলা জাতীয় পার্টীর সভাপতি শমসের আলী,জেলা পরিষদের সাবেক সংরক্ষিত সদস্য ফরিদা পারভিন, কেন্দ্রীয় জামে মসজিদ’র ইমাম মাওলানা নূরুজ্জামান, কেন্দ্রীয় কালী মাতা মন্দীরের পুরোহীত শুকুমার মুখার্জী, উপজেলা প্রেসক্লাব’র সেক্রেটারী রিয়াজুল ইসলাম রিয়াজ প্রমুখ।

উপজেলার সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, স্থানীয় সাংবাদিক এবং গণ্যমান্য ব্যাক্তি সহ মোট ৪০ জন অংশনেয়।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …