নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ায় শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ, বাইসাইকেল ও গৃহ প্রদান

বাগাতিপাড়ায় শিক্ষাবৃত্তি, শিক্ষা উপকরণ, বাইসাইকেল ও গৃহ প্রদান

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
মাননীয় প্রধানমন্ত্রী কার্যালয়ের ২০২২-২০২৩ অর্থ বছরের বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচির অধীনে নাটোরের বাগাতিপাড়ায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ৩৫ জন ছাত্র-ছাত্রীর মাঝে ১ লক্ষ ৫৬ হাজার টাকার নগদ শিক্ষাবৃত্তি, ৫ জন ছাত্রীর মাঝে বাইসাইকেল, ৮০ জন ছাত্র ছাত্রীদের মাঝে বিভিন্ন শিক্ষা উপকরণ ও ১০ জন গৃহহীনকে গৃহ প্রদান করা করা হয়েছে।

রবিবার (৩০ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলানায়তনে ইউএনও নীলুফা সরকার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে শিক্ষাবৃত্তির নগদ অর্থ ও বাইসাইকেল ও অন্যান্ন উপকরণ তুলে দেন ৫৮ নাটোর- ১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া মমতাজ, উজেলা মৎস্য কর্মকর্তা সাদ্দাম হোসেন, নাটোর জেলা আওয়ামীলীগ সহ সভাপতি ইউনুচ আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল ইসলাম ঠান্ডু, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাদি, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান প্রমুখ। 

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলায় সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: গত নির্বাচনে পরাজিত প্যানেলের কতিপয় সদস্য নিজেদের স্বার্থ হাসিলের জন্য দু’জন পরিচালকের নেতৃত্বে …