নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়া / বাগাতিপাড়ায় বীরমুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড ও সাটিফিকেট বিতরণ 

বাগাতিপাড়ায় বীরমুক্তিযোদ্ধাদের স্মার্ট কার্ড ও সাটিফিকেট বিতরণ 

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড প্রদান শুরু করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। তারই ধারাবাহিকতায় নাটোরের বাগাতিপাড়ায় বৃহস্পতিবার সকালে উপজেলার বড়াল সভা কক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাগণের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে, ইউএনও (ভারপ্রাপ্ত) সুরাইয়া মমতাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল। অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল হাদী এবং মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম শাপলা,  বীর মুক্তিযোদ্ধা শ্যামল কুমার রায়, আজিজুর রহমান প্রমুখ।

এসময় উপজেলাধীন ৬২ জন জীবিত বীর মুক্তিযোদ্ধাদের স্মার্ট আইডি কার্ডসহ ১১৪ জন বীরমুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের হাতে ডিজিটাল সার্টিফিকেট সার্টিফিকেট প্রদান করা হয়।

আরও দেখুন

নাটোরে প্রচারণাকালে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ 

নিজস্ব প্রতিবেদক: নাটোর সদর উপজেলার প্রতিদ্বন্দ্বী ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে …