নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় দুই কারখানায় জরিমানা

বাগাতিপাড়ায় দুই কারখানায় জরিমানা


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় দই ও বেকারি কারখানায় জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিএসটিআই অভিযানে উপজেলার দয়ারামপুর এলাকায় ওই দুই কারখানায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড সুরাইয়া মমতাজ।

বিএসটিআই সূত্রে জানা যায়, বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয় ও বাগাতিপাড়া উপজেলা প্রশাসন উপজেলার দয়ারামপুরে দই ও বেকারি কারখানায় যৌথ অভিযান চালায়। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিএসটিআই হতে মান যাচাই না করে লেবেলবিহীন ব্রেড, বিস্কুট উৎপাদন ও বিক্রি করার দায়ে মিশ্রিপাড়ার শাহ আলম বেকারীর স্বত্তাধিকার নজরুল ইসলামকে ১০ হাজার টাকা এবং মিষ্টি দই উৎপাদন ও বিক্রির অপরাধে একই এলাকার আয়েশা সিদ্দিকা দই ঘরের স্বত্তাধিকার শাহরিয়ার হোসেন সবুজের ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

আরও দেখুন

নাটোরে প্রচারণাকালে দুই চেয়ারম্যান পদপ্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ 

নিজস্ব প্রতিবেদক: নাটোর সদর উপজেলার প্রতিদ্বন্দ্বী ২ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে …