সোমবার , ডিসেম্বর ২৩ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় দুই কারখানায় জরিমানা

বাগাতিপাড়ায় দুই কারখানায় জরিমানা


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বাগাতিপাড়ায় দই ও বেকারি কারখানায় জরিমানা করা হয়েছে। মঙ্গলবার বিএসটিআই অভিযানে উপজেলার দয়ারামপুর এলাকায় ওই দুই কারখানায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও এসিল্যান্ড সুরাইয়া মমতাজ।

বিএসটিআই সূত্রে জানা যায়, বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয় ও বাগাতিপাড়া উপজেলা প্রশাসন উপজেলার দয়ারামপুরে দই ও বেকারি কারখানায় যৌথ অভিযান চালায়। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে বিএসটিআই হতে মান যাচাই না করে লেবেলবিহীন ব্রেড, বিস্কুট উৎপাদন ও বিক্রি করার দায়ে মিশ্রিপাড়ার শাহ আলম বেকারীর স্বত্তাধিকার নজরুল ইসলামকে ১০ হাজার টাকা এবং মিষ্টি দই উৎপাদন ও বিক্রির অপরাধে একই এলাকার আয়েশা সিদ্দিকা দই ঘরের স্বত্তাধিকার শাহরিয়ার হোসেন সবুজের ১০ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।

আরও দেখুন

পেঁয়াজের চারা পুড়ে শেষ-কৃষকের মাথায় হাত! জমিতে এখন শুধুই ঘাস!

নিজস্ব প্রতিবেদক নলডাঙ্গা,,,,,,,,,,,,,,,,,জমিতে নষ্ট হওয়া পেঁয়াজের চারা দেখে নিজেদের ধরে রাখতে পারেননি জমি লিজ নিয়ে …