নীড় পাতা / জেলা জুড়ে / বাগাতিপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা

বাগাতিপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলা

নিজস্ব প্রতিবেদক: 
নাটোরের বাগাতিপাড়ায় জমিজমা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় একজন আহত হয়েছেন। শনিবার (০৬ মে) সন্ধ্যায় উপজেলার পাকা ইউনিয়নের কৃঞ্চপুর এলাকায় এ ঘটনা ঘটে। ওই হামলায় আহত হন ওই এলাকার নিশার উদ্দীনের ছেলে জহুরুল ইসলাম (৪৩)। এ ঘটনায় আহত জহুরুল ইসলাম বাদি হয়ে রোবাবার (০৭ মে) সন্ধ্যায় বাগাতিপাড়া মডেল থানায় একটি লিখিত মামলা দায়ের করেছেন।

মামলার সূত্রে জানা যায়, ওই একই এলাকার বাসীন্দা নবীর উদ্দীনের ছেলে সাগর আলীর সাথে বেশ কিছুদিন থেকে একটি জমি নিয়ে ঝামেলা চলছিল আহত জহুরুল ইসলামের।তারই জের ধরে গত শনিবার সন্ধ্যায় সাগর আলী, সাগর আলীর ছেলে মাসুদ রানা এবং সাগর আলীর স্ত্রী শাহানা বেগম পালঙ্গী জহুরুল ইসলামের বাড়িতে প্রবেশ করে তাকে এলোপাথারী ভাবে আঘাত করলে সে গুরুতর আহত হন। পরে প্রতিবেশিরা ছুটে এসে আহত জহুরুল ইসলামকে দ্রুত বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে নাটোর আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করেন।

এ ঘটনায় অভিযুক্ত মাসুদ রানা বলেন, মারামারির মত ঘটনা ঘটেনি তবে কথাকাটাকাটি হয়েছে। আমরা নিজেরা বসে সমাধানের চেস্টা করছি। বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আযম খান বলেন, প্রাথমিকভাবে তদন্ত করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও দেখুন

সিংড়ায় ক্ষুদ্র -নৃগোষ্ঠির প্রকল্পে অনিয়মের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক:নাটোরের সিংড়ায় প্রাণী সম্পদ উপকরণ হিসেবে ক্ষুদ্র নৃগোষ্ঠীর বরাদ্দকৃত হাঁস, মুরগী, ভেড়া, ছাগল, গরু …