নীড় পাতা / টপ স্টোরিজ / বাগাতিপাড়ায় ইউএনও পার্কে দর্শনার্থীদের উপচেপড়া ভীড়

বাগাতিপাড়ায় ইউএনও পার্কে দর্শনার্থীদের উপচেপড়া ভীড়

নিজস্ব প্রতিবেদক, বাগাতিপাড়া:
ঈদ আনন্দে চাপা পড়েছে মানুষের করোনা ভীতি। করোনা সংক্রমণ এড়াতে বাংলাদেশ তথা সারা বিশ্ব যখন সতর্কাবস্থায়। ঠিক তখন করোনাকালীন স্বাস্থ্য বিধি উপেক্ষা করে নাটোরের বাগাতিপাড়ার ইউএনও পার্কে দর্শনার্থীদের উপচেপড়া ভীড়। ঈদ আনন্দে যেন চাপা পড়েছে মানুষের করোনা ভীতি।
এ ব্যপারে উপজেলা প্রশাসন যেন রয়েছে নিরব দর্শকের ভুমিকায়।

জানা যায়, উপজেলার লক্ষনহাটী এলাকায় বড়াল নদী ও নদীর উপরে থাকা রাডার ব্রীজ এবং রেল ব্রীজকে ঘিরে প্রশাসনের তত্বাবধানে পরিচালিত ইউএনও পার্কটি। পবিত্র ঈদ-উল আযহার প্রথম দিন শনিবার বিকেলে চোখে পড়ে ঈদ আনন্দ উপভোগ করতে আসা হাজারো মানুষের ঢল। করোনাকালীন স্বাস্থ্য বিধি মাস্ক পরা, সামাজিক দুরুত্ব বজায় রাখাসহ কিছুই মানছেন না পার্কে আসা দর্শনাথীরা। ঈদ আনন্দে যেন করোনা ভীতি উধাও হয়ে গেছে মানুষের মন থেকে। শিশু থেকে বয়োস্কদের সাথে এনেছেন পরিবারের সদস্যরা।

এদিকে করোনা সংক্রমন ঠেকাতে বিভিন্ন সময় ভ্রাম্যমাণ আদালত সহ মানুষকে সচেতন করতে দেখা গেছে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনকে । এছাড়াও করোনা সংক্রমন ঠেকাতে ঈদের নামাজ আদায় করতেও রয়েছে সরকারের নির্দেশনা। কিন্তু প্রশান দ্বারা পরিচালিত ইউএনও পার্কে সংক্রম এড়াতে নেয়া হয়নি নূন্যতম ব্যাবস্থা। তবে বিগত দিনে দেখা গেছে ঈদকে ঘিরে ইউএনও পার্কে দর্শনার্থীদের এমন উপস্থিতি থাকে প্রায় ৪ দিন। স্বাস্থ্য বিধি পুরোপুরি উপেক্ষিত হওয়ায় এবারের ঈদে ঘরে ঘরে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন সংস্লিষ্টরা।

এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দেবী বলেন, দির্ঘ সময় মানুষ আবদ্ধ ছিল তাই ঈদ উপলক্ষে স্বপরিবারে মানুষ পার্কে আসছে। তবে উপজেলা প্রশাসন মানুষকে সচেতন করেছে এবং সচেতন করবে। ঈদ উপলক্ষে কঠোর অবস্থানে যাওয়া হয়নি। পরবর্তিতে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …