নীড় পাতা / উন্নয়ন বার্তা / বাংলাদেশকে ৮০০ কোটি টাকা সহায়তা দেবে ইইউ, জার্মানি

বাংলাদেশকে ৮০০ কোটি টাকা সহায়তা দেবে ইইউ, জার্মানি

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের সামাজিক নিরাপত্তা খাতে ৮শ’ কোটি টাকা সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জার্মানি। বৃহস্পতিবার ঢাকার ইউরোপীয় ইউনিয়ন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। খবর বাংলানিউজের।

এতে উল্লেখ করা হয়, তৈরি পোশাক, চামড়া ও ফুটওয়্যার শিল্প খাতের কর্মহারা দুর্দশাশ্রস্ত কর্মীদের জন্য এই অর্থ ব্যয় করা হবে। করোনা ভাইরাসের পরিপ্রেক্ষিতে বাংলাদেশকে ইইউ ও জার্মানি যৌথভাবে ১১৩ মিলিয়ন মার্কিন ডলার সহায়তার অংশ হিসেবে এই অর্থ দেয়া হচ্ছে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলায় সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: গত নির্বাচনে পরাজিত প্যানেলের কতিপয় সদস্য নিজেদের স্বার্থ হাসিলের জন্য দু’জন পরিচালকের নেতৃত্বে …