নীড় পাতা / উন্নয়ন বার্তা / বন্ধ পাটকল সচল চায় সংসদীয় কমিটি

বন্ধ পাটকল সচল চায় সংসদীয় কমিটি

নিজস্ব প্রতিবেদক:
দেশি-বিদেশি অর্থায়নে বন্ধ পাটকলগুলো আধুনিকায়ন ও সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে সচল করার আহ্বান জানিয়েছে সংসদীয় কমিটি। এ বিষয়ে ব্যবস্থা নিতে সরকারপ্রধানকে অনুরোধ করার সুপারিশ করেছেন তারা।

বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বৈঠকে বন্ধ ঘোষিত পাটকল শ্রমিকদের জাতীয় পরিচয়পত্র সংশোধনে সার্বিক সহযোগিতা প্রদান এবং মামলা প্রত্যাহার/নিষ্পত্তি করে অবসায়ন হওয়া শ্রমিক-কর্মচারীদের জরুরি ভিত্তিতে সব পাওনাদি পরিশোধের সুপারিশ করে কমিটি।

বাংলাদেশ জুট মিলস করপোরেশনকে (বিজেএমসি) একটি কার্যকর ও লাভজনক প্রতিষ্ঠান হিসেবে পুনরুজ্জীবিতকরণে কার্যকর পদক্ষেপ গ্রহণেরও সুপারিশ করে কমিটি।

কমিটির সভাপতি মো. মুজিবুল হকের সভাপতিত্বে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, শাজাহান খান, শামসুন নাহার এবং মো. আনোয়ার হোসেন (হেলাল) বৈঠকে অংশ নেন।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলায় সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: গত নির্বাচনে পরাজিত প্যানেলের কতিপয় সদস্য নিজেদের স্বার্থ হাসিলের জন্য দু’জন পরিচালকের নেতৃত্বে …