নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বনপাড়া পৌরসভায় সাড়ে ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা

বনপাড়া পৌরসভায় সাড়ে ৪৩ কোটি টাকার বাজেট ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
কোন রুপ অতিরিক্ত বা বাড়তি করারোপ ছাড়াই নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এই অর্থ বছরে সর্বমোট ৪৩ কোটি ৫১ লক্ষ ৩০ হাজার ১শত ৫১ টাকার বাজেট ঘোষণা করা হয়। এতে রাজস্ব খাতে ৪ কোটি ৯০ লক্ষ ৭১ হাজার ৯শত ৩৫ ও উন্নয়ন খাতে ৩৮ কোটি ৬০ লক্ষ ৫৮ হাজার ২শত ১৬ টাকা বাজেট ধরা হয়েছে।

রবিবার সকালে পৌর মিলনায়তনে মেয়র কে এম জাকির হোসেনের সভাপতিত্বে পৌর নির্বাহী কর্মকর্তা আব্দুল হাই এই বাজেট পেশ করেন। এ সময় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজী, পৌরসভার নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন, সকল কাউন্সিলরগণ, বিভিন্ন স্তরের নাগরিক ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

বাজেটে বিভিন্ন উন্নয়নমূলক কাজের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের নীতি বাস্তবায়নের অংশ হিসেবে সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টির লক্ষ্যে নারীর ক্ষমতায়ন ও দুঃস্থ জনগোষ্ঠির জীবন মান উন্নয়নকল্পে বিশেষ বরাদ্দ রাখা হয়েছে।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …