নীড় পাতা / জেলা জুড়ে / বনপাড়া পৌরসভার উদ্যোগে দুর্গা পূজা উদযাপনের চেক বিতরণ

বনপাড়া পৌরসভার উদ্যোগে দুর্গা পূজা উদযাপনের চেক বিতরণ

নিজস্ব প্রতিবেদক ,বড়াইগ্রাম: 

ইাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার উদ্যোগে হিন্দু সম্প্রদায়ের দুর্গা পূজা উদযাপনের জন্য রোববার ২৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়। তারমধ্যে আলোক ও সাজসজ্জার জন্য সাত মন্দিরের প্রত্যেকটির জন্য তিন হাজার করে ২১ হাজার এবং প্রত্যেক মন্দিরের পুরোহিতের জন্য এক হাজার করে সাত হাজার টাকার চেক প্রদান করা হয়।

মন্দিরের সংশ্লিষ্ট সভাপতি ও পুরোহিতের হাতে এ চেক হস্তান্তর করেন পৌর মেয়র কে.এম জাকির হোসেন। এ উপলক্ষে পৌর মিলনায়তনে পৌর মেয়র কে.এম জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় বক্তব্য রাখেন পৌর হিসাব রক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন, উপজেলা হিন্দু,বৌদ্ধ, খ্রিস্টান ঔক্য পরিষদের সভাপতি ধীরেন্দ্রনাথ সাহা, সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সরকার, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি গোপাল চন্দ্র দাস, পৌর কাউন্সিলর শরীফুন্নেছা শিরিন প্রমুখ।   

আরও দেখুন

নাটোরে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক পূর্ব শত্রুতার জেরে নাটোরে ছাত্রলীগের এক কর্মীকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের লোকজন। …