নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভা

বড়াইগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রাম উপজেলা মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির মাসিক সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার আদগ্রাম শহীদ শাহজাহান উচ্চ বিদ্যালয়ে আয়োজিত সভায় সমিতির সভাপতি প্রধান শিক্ষক ওয়াসেক আলী সোনারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি।

সমিতির সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মাহবুবুর রহমানের সঞ্চালনায় সভায় প্রধান শিক্ষক গোপালপুর উচ্চ বিদ্যালয়ের শামসুর রহমান শাহীন, আগ্রান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম, আদগ্রাম শহীদ শাহজাহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসাহাক আলী, পাঁচবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, দ্বারিকুশী প্রতাপপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম ও পাঁচবাড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেজাউল করিম ভূট্টু বক্তব্য রাখেন।

এ সময় প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি বলেন, শিক্ষকদের বিভিন্ন দাবি-দাওয়া পূরণ ও সুযোগ-সুবিধা দেয়ার ব্যাপারে সরকারের সুদৃষ্টি রয়েছে। ইতিমধ্যে সুযোগ সুবিধা দেয়ার জন্য দুটি কমিটি করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ গড়তে স্মার্ট শিক্ষক দরকার। শিক্ষকরা যেন ভাল থাকেন সেজন্য যা কিছু করা দরকার সব করা হবে।

আরও দেখুন

একসাথে এসএসসি পাস করলেন সেই ২ নারী জনপ্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বাগাতিপাড়ায় এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় অংশগ্রহণ করা সেই ৩ নারী জনপ্রতিনিধি ২ জন …