নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে সানাউল্লাহ নূর বাবু হত্যা মামলার চার্জশিটভুক্ত ১৪ আসামিকে জেলহাজতে প্রেরণের নির্দেশ

বড়াইগ্রামে সানাউল্লাহ নূর বাবু হত্যা মামলার চার্জশিটভুক্ত ১৪ আসামিকে জেলহাজতে প্রেরণের নির্দেশ


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু হত্যা মামলার চার্জশিটভুক্ত ১৪ আসামিকে জেলহাজতে প্রেরণের নির্দেশ দিয়েছেন আদালত। আজ ৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে এই আদেশ দেন বড়াইগ্রাম আমলি আদালতের বিচারক মেহেদী হাসান। এ মামলায় নতুন করে ১৪ জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই ১৪ জন আসামি ৭ ডিসেম্বর মঙ্গলবার সকালে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত শুনানি শেষে তাদের নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।

উল্লেখ্য, ২০১০ সালের ৮ অক্টোবর সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সানাউল্লাহ নূর বাবুকে পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …