বৃহস্পতিবার , মে ২ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে সাংবাদিকদের সাথে মৎস্য দপ্তরের মতবিনিময় সভা

বড়াইগ্রামে সাংবাদিকদের সাথে মৎস্য দপ্তরের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেছে উপজেলা মৎস্য দপ্তর। শনিবার সকালে কার্যালয় কক্ষে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আব্দুল হালিমের সভাপতিত্বে এই মত বিনিময় সভায় ২৩ থেকে ২৯ জুলাই মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সরকারের গৃহীত নানামুখী কর্মসূচি পালন করার তথ্য পেশ করা হয়।

এ সময় বক্তব্য রাখেন, মৎস্য বীজ উৎপাদন খামারের ব্যবস্থাপক মতিউর রহমান চৌধুরী, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা ফরিদুল ইসলাম, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের সভাপতি অমর ডি কস্তা, সাধারণ সম্পাদক পিকেএম আব্দুল বারী সহ উপস্থিত সাংবাদিকগণ। কর্মসূচির মধ্যে রয়েছে, মাইকিং, শোভাযাত্রা, মাছের পোনা অবমুক্তকরণ, মৎস্য চাষি ও মৎস্যজীবিদের সাথে মত বিনিময় সভা, উপকরণ বিতরণ, সফল মৎস্য চাষিদের মাঝে পুরস্কার বিতরণ , অবৈধ জালের বিরুদ্ধে অভিযান, নিরাপদ মৎস্য বাজারজাত করণে উদ্ধুদ্ধুকরণ প্রচারণা ও প্রামাণ্য চিত্র প্রদর্শন ইত্যাদি। ২৪ জুলাই নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এই মৎস্য সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করবেন।

আরও দেখুন

হিলি দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

নিজস্ব প্রতিবেদক:মহান আর্ন্তজাতিক পহেলা মে দিবস উদযাপন উপলক্ষে এক দিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের …