নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় ছুরিকাঘাত

বড়াইগ্রামে মাদক সেবনে বাধা দেওয়ায় ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক,বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রামে গাঁজা খেতে বাধা দেওয়ায় মনিরুজ্জামান (৩৮) নামের এক ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়েছে। রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের গোরস্থানে পাশে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় মনিরুজ্জামানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্যে রাজশাহী মেডেকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। আহত মনিরুজ্জমান নিশ্চিন্তপুর গ্রামে আব্দুল আজিজ মাষ্টারের ছেলে ও নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী।

স্থানীয় সুত্রে জানাযায়, অনেকদিন যাবত নিশ্চিন্তপুর গ্রামে সুবা মন্ডলের ছেলে হান্নানের কলার বাগানে একই গ্রামের আহাদ আলীর ছেলে আমজাদ হোসেন (৪০)সহ সাত আট জন মিলে গাঁজা সেবন করে। হান্নান নিষেধ করেলেও কোন কর্ণপাত করে না। রবিবার বিকেলে আবারও গাঁজা সেবন শুরু করলে হান্নান বাধা দেয়। এসময় আমজাদ অশ্লীল ভাষায় গালিগালাজ করে। মনিরুজ্জামান গালিগালাজের প্রতিবাদ করলে গাঁজা কাটার ছুরি দিয়ে পিছন থেকে ছুরিকাঘাত করে। এলাকাবাসী আহত অবস্থায় মনিরুজ্জামানকে উদ্বার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

বড়াইগ্রাম থানার পুলিশ পরিদর্শক দিলিপ কুমার দাস বলেন, ঘটনা শুনেছি, অভিযুক্ত ব্যাক্তিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আরও দেখুন

লালপুরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ 

নিজস্ব প্রতিবেদক, লালপুর: আসন্ন উপজেলা পরিষদের ২য় ধাপ নির্বাচনে নাটোরের লালপুরে প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ …