শনিবার , এপ্রিল ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে মাদক সেবনের দায়ে চার জনের কারাদন্ড

বড়াইগ্রামে মাদক সেবনের দায়ে চার জনের কারাদন্ড

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে মাদক সেবনের অভিযোগে চারজনকে তিনদিনের বিনাশ্রম কারাদন্ড ও চারশ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রোববার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট বোরহান উদ্দিন মিঠু এ দন্ড দেন।

দন্ডপ্রাপ্তরা হলেন উপজেলার কালিকাপুর গুচ্ছগ্রামের মাসুদ বেপারীর ছেলে সুমন আলী, রামাগাড়ী শাহাপাড়ার নাজিম উদ্দিনের ছেলে হাফিজুর রহমান, চকবড়াইগ্রাম মাজদার শাহ’র ছেলে পলাশ শাহ ও আটঘরিয়া সুইচ গেট আলাউদ্দীন আলাল।

উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) বোরহান উদ্দিন মিঠু জানান, তারা বেশ কিছুদিন যাবৎ মাদক সেবন করে আসছিল। রোববার গোপন সংবাদের ভিত্তিতে মাদকসেবনরত অবস্থায় তাদেরকে গ্রেফতার করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ডসহ জরিমানা করা হয়।

আরও দেখুন

নন্দীগ্রামে পুরোদমে চলছে বোরো ধান কাটা-মাড়াই

নিজস্ব প্রতিবেদক: বগুড়া জেলার শস্য ভান্ডার হিসেবে খ্যাত নন্দীগ্রাম উপজেলা। এখন এই উপজেলায় পুরোদমে চলছে …