শুক্রবার , এপ্রিল ২৬ ২০২৪
নীড় পাতা / আইন-আদালত / বড়াইগ্রামে ভোক্তা অধিকারের অভিযান

বড়াইগ্রামে ভোক্তা অধিকারের অভিযান


নিজস্ব প্রতিবেদক:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েনবাজার এলাকায় অভিযান পরিচালনা করে জেলা জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তর। আজ ৩ আগস্ট বুধবার বেলা সাড়ে এগারোটার দিকে ‌এই অ‌ভিযান প‌রিচালনা করা হয়।

ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভির জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে প‌রিচা‌লিত অ‌ভিযা‌নে ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ আইনে উপজেলার কয়েন বাজার এলাকায় অবস্থিত মামা হোটেল এন্ড মিষ্টান্ন ভান্ডারকে (স্বত্বাধিকারী: আশিকুর) ৩৭ ধারায় ৬ হাজার এবং শাহান হোটেল এন্ড রেস্টুরেন্টকে একই ধারায় ৬ হাজার টাকাসহ ২ টি প্রতিষ্ঠানে সর্বমোট ১২ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। এর পাশাপাশি সচেতনতার জন্য ব্যবসায়ীদের লিফলেট বিতরণ করা হয়। নাটোর জেলার বড়াইগ্রামের বনপাড়া তদন্ত পুলিশ ফাঁড়ির এর সহায়তায় উপর্যুক্ত অ‌ভিযা‌নটি প‌রিচালনা করা হয়।

জাতীয় ভোক্তা-অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভির আরো জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুন

বাগাতিপাড়ায় বৃষ্টির জন্য নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক:নাটোরের বাগাতিপাড়ায় তীব্র তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে বৃষ্টির প্রার্থনায় দুটি স্থানে নামাজ আদায় করেছেন …