শনিবার , এপ্রিল ২৭ ২০২৪
নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে দরিদ্র পরিবারগুলো পেলো বিনামূল্যে ১০ কেজি করে চাল

বড়াইগ্রামে দরিদ্র পরিবারগুলো পেলো বিনামূল্যে ১০ কেজি করে চাল

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া পৌরসভার ৪৬২১ দরিদ্র পরিবার পেলো ১০ কেজি করে চাল। ঈদ-উল-আযহা উপলক্ষে মানবিক সহায়তার অংশ হিসেবে ভিজিএফ এর আওতায় বিনামূল্যে এ চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক কেএম জাকির হোসেন। রবিবার সকাল ৯টায় উপজেলার বনপাড়া ডিগ্রি কলেজ মাঠে এ চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, বনপাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, পৌর নির্বাহী কর্মকর্তা আশরাফুল ইসলাম ভুঁইয়া, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর ও স্থানীয় সুধীজন।

আরও দেখুন

নন্দীগ্রামে পুরোদমে চলছে বোরো ধান কাটা-মাড়াই

নিজস্ব প্রতিবেদক: বগুড়া জেলার শস্য ভান্ডার হিসেবে খ্যাত নন্দীগ্রাম উপজেলা। এখন এই উপজেলায় পুরোদমে চলছে …