নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রামে জাতীয় জেল হত্যা দিবস পালিত

বড়াইগ্রামে জাতীয় জেল হত্যা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:

নাটোরের বড়াইগ্রামে যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শুক্রবার বিকেলে উপজেলার বনপাড়া বাজারে নাটোর-৪ আসনের সাংসদ আলহাজ্ব ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারীর আয়োজনে জাতীয় ৪ নেতার স্মৃতিতে এক আলোচনার সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর বঙ্গবন্ধু সহ জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমদ,এ এইচ এম কামারুজ্জামান ও ক্যাপ্টেন এম মনসুর আলীর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে আয়োজিত অনু্ষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

নগর ইউনিয়ন যুবলীগ সভাপতি জুলফিকার আলী মিঠুর সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার জোনাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মাঝগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খোকন মোল্লা, জোয়াড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান চাঁদ মাহমুদ,উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন দুলাল,বনপাড়া পৌর আ’লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, পৌর যুবলীগ সভাপতি জাকির হোসেন সরকার,জেলা পরিষদ সদস্য হুমাইয়ারা জাহান রিয়া,উপজেলা সৈনিক লীগ সভাপতি ইসাহক আলী মোল্লা প্রমুখ।

আরও দেখুন

প্রেমের সম্পর্কের ফাঁদে ফেলে তরুনীকে ধর্ষণ,থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক: নাটোরের নলডাঙ্গায় বিয়ের প্রলোভনে প্রেমিকাকে ধর্ষণ করেছে রুবেল নামের প্রেমিক ও তার দুই …