নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিটের ঘটনায় আহত সামাদ এর মৃত্যু

বড়াইগ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিটের ঘটনায় আহত সামাদ এর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে মারপিটের ঘটনায় আহত আব্দুস সামাদ(৬০) এর মৃত্যু হয়েছে। আজ ৮ ডিসেম্বর বুধবার ভোর পৌনে পাঁচটার দিকে রাজশাহী নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সামাদ উপজেলার গুনাইহাটি এলাকার মৃত বাছের প্রামানিকের ছেলে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, গুনাইহাটি গ্ৰামের আব্দুস সামাদ ‌এবং এহিয়ার মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে গতকাল ৭ ডিসেম্বর সকাল আটটার দিকে কৃষক আব্দুস সামাদ বাড়ির পাশের পুকুরের ধারে যান। সেখানে একা পেয়ে তাকে লাঠি এবং রড দিয়ে মারপিট করে একই গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে এহিয়া ও তার ছেলে জাহাঙ্গীর। এতে গুরুতর আহত হন সামাদ। তৎক্ষণাৎ পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে পল্লী চিকিৎসক দ্বারা তাকে চিকিৎসা করান।

পরে সামাদের অবস্থা অবনতি হলে দুপুর বারোটার দিকে তাকে বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে ভোর সাড়ে তিনটার দিকে তার অবস্থা আরও খারাপ হলে কর্তব্যরত চিকিৎসক তাকে রাজশাহীতে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন। রাজশাহী যাওয়ার পথে সময় ভোর পৌনে পাঁচটার দিকে সামাদ মারা যায়।

আরও দেখুন

পুঠিয়ায় প্রশাসনকে ‘ম্যানেজ’ করে রাতের আঁধারে চলছে পুকুর খনন

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর পুঠিয়ায় রাতের আঁধারে ফসলি জমিতে পুকুর খননের হিড়িক পড়েছে। স্থানীয়রা বলছেন, পুকুর …