নীড় পাতা / জেলা জুড়ে / বড়াইগ্রাম / বড়াইগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ

বড়াইগ্রামে চেয়ারম্যানের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, বড়াইগ্রাম:
নাটোরের বড়াইগ্রামে চান্দাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিসুর রহমান খেচুর বিরুদ্ধে (৫৫) বছরের এক নারীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে নারী নিজে বাদী হয়ে বড়াইগ্রাম থানায় অভিযোগ দায়ের করেছে। আনিসুর রহমান খেচু চান্দাই স্কুলপাড়া গ্রামে মৃত আশরাফ আলী সরকার ছেলে।

অভিযোগ সুত্রে জানাযায়, নারীর মানসিক প্রতিবন্ধী শাশুরী চেয়ারম্যানের বাড়ীর সামনে যায়। নারী শাশুরী আনতে গেলে আনিসুর রহমান খেচু তোর ছেলে উপজেলা চেয়াম্যানের সমর্থক, তুই কেন আমার বাড়ীর সামনে আসছিস, এই বলেই নারীকে কিল ঘুসি মারতে থাকতে থাকে। স্থানীয়রা নারীকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়। শুক্রবার রাতে বাদী হয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ঐ নারী বলেন, আমার শাশুরীকে আমি নিতে গেলাম আর আমাকে মারল। আমি কিছুই বুঝতে পারলাম না। আমি এ ঘটনার বিচার চাই।

আনিসুর রহমান খেচু বলেন, ঐ নারীর শাশুরীকে খারার দেয় না। আমার কাছে এসেছিল। আমার সামনে ঐ নারী তার শাশুরীকে মারপিট করতেছিল। আমি প্রতিবাদ করেছি মাত্র। কাউকে নির্যাতন বা মারপিট করি নাই। বড়াইগ্রাম থানার পরিদর্শক আনোয়ারুল হক বলেন, নারী নিজেই বাদী হয়ে অভিযোগ দিয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

আরও দেখুন

চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলায় সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: গত নির্বাচনে পরাজিত প্যানেলের কতিপয় সদস্য নিজেদের স্বার্থ হাসিলের জন্য দু’জন পরিচালকের নেতৃত্বে …