নীড় পাতা / জেলা জুড়ে / লালপুর / বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে লালপুরে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে লালপুরে মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

নিজস্ব প্রতিবেদক, লালপুর:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নাটোরের লালপুরে আলোচনা সভা ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে।

আজ শুক্রবার সকালে উপজেলার মুরদোহ গ্রামে হাফিজ নাজনিন ফাউন্ডেশনের উদ্যোগে এই অনুষ্ঠান হয়। এসময় ভার্চুয়ালে সংযুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা: এনামুর রহমান। প্রতিষ্ঠানের সহ-সভাপতি আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাফিজ নাজনিন ফাউন্ডেশনের সভাপতি ও রংপুরের ডি,আই,জি শাহ মিজান শফিউর রহমান, লালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী, সহকারী পুলিশ সুপার শরীফ আল রাজিব, প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সদস্য সাইদুর রহমান, বাগাতিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক আবুল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক সেকেন্দার আলী প্রমুখ।

অনুষ্ঠান শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরও দেখুন

বগুড়া-নাটোর মহাসড়কে বেআইনিভাবে ট্রাক পার্কিং করলেই মামলা 

নিজস্ব প্রতিবেদক: বগুড়া-নাটোর মহাসড়কে দুর্ঘটনা রোধে বেআইনিভাবে ট্রাক পার্কিংসহ তিন চাকার অবৈধ যানবাহন চলাচল বন্ধ …