নীড় পাতা / জাতীয় / ফেসবুক পেজ থেকে পাওয়া যাবে ভূমিসেবা

ফেসবুক পেজ থেকে পাওয়া যাবে ভূমিসেবা

নিউজ ডেস্ক:
পরীক্ষামূলকভাবে ফেসবুক পেজের মাধ্যমেও ভূমিসেবা দেওয়ার সুবিধা চালু করেছে ভূমি মন্ত্রণালয়। ভূমি সচিব মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন।

ভূমি সচিব আরও জানান, ভূমি মন্ত্রণালয়ের নাগরিক সেবা নম্বর ১৬১২২-এ ফোন করে এখন যেসব সেবা পাওয়া যাচ্ছে, সেই ধরনের সব সেবাই – ‘ভূমিসেবা Land Service’ ফেসবুক পেজ থেকে পাওয়া যাবে।

এতে দেশের ক্রমবর্ধমান ইন্টারনেট ব্যবহারকারীরা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন সচিব মোস্তাফিজুর রহমান।

ভূমি মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিসেবা গ্রহীতারা ফেসবুক পেজে গিয়ে তাদের সমস্যা, অভিযোগ কিংবা জিজ্ঞাসার ব্যাপারে পোস্ট করলে কিংবা মেসেঞ্জারের মাধ্যমে পেজে মেসেজ (বার্তা) পাঠালে ভূমি মন্ত্রণালয়ের নাগরিক সেবা কেন্দ্র তার উত্তর দেবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, ভূমি মন্ত্রণালয়ের নিয়মিত দাপ্তরিক ভেরিফাইড ফেসবুক পেজ ‘ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ -Ministry of Land, Bangladesh’ থেকে ফেসবুকে নিয়মিত তথ্য জানানোর কার্যক্রম পরিচালনা করা হবে। তবে এই পেজ থেকে সরাসরি ভূমিসেবা দেওয়া হবে না। এছাড়া ‘ভূমিসেবা Land Service’ নামক ফেসবুক গ্রুপেরও সদস্য হতে পারবেন যে কেউ। তবে আপাতত এই গ্রুপ থেকেও কোনো ভূমিসেবা দেওয়া হবে না।

ফেসবুকে নাগরিকদের সরাসরি ভূমিসেবা দেওয়া হবে কেবল নতুনভাবে চালু করা ‘ভূমিসেবা Land Service’ ফেসবুক পেজ থেকে। পরে এই ফেসবুক পেজটিও ভেরিফিকেশনের উদ্যোগ গ্রহণ করা হবে বলে ভূমি মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সভায় ভূমি মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং ভূমিসেবা ডিজিটালাইজেশন কার্যক্রম উন্নয়নে নিয়োগপ্রাপ্ত বিভিন্ন সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ও আইসিটি সেবাদান প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীরা উপস্থিত ছিলেন।

আরও দেখুন

লালপুরে এক যুগ পরে যুবলীগ ইউনিয়ন শাখা’র ত্রীবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত ।  সভাপতি রাজিব /সেক্রেটারি আরিফ

নিজস্ব প্রতিবেদক, ইউসুফ হুসাইন লালপুর (নাটোর ) নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়ন শাখায় দীর্ঘ ১যুগ …