শনিবার , এপ্রিল ২৭ ২০২৪
নীড় পাতা / উত্তরবঙ্গ / ফজলি আমের জি আই স্বত্ব প্রাপ্তিতে চাঁপাইনবাবগঞ্জবাসীর সাথে মতবিনিময় করেন কৃষি অ্যাসেসিয়েশন

ফজলি আমের জি আই স্বত্ব প্রাপ্তিতে চাঁপাইনবাবগঞ্জবাসীর সাথে মতবিনিময় করেন কৃষি অ্যাসেসিয়েশন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ:
ফজলি আমের জি আই স্বত্ব প্রাপ্তিতে চাঁপাইনবাবগঞ্জবাসী সাথে মতবিনিময় সভা করেন কৃষি অ্যাসোসিয়েশন। আজ শনিবার দুপুরে স্থানীয় টাউন ক্লাব হল রুমে চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসেসিয়েশনের সভাপতি আবু বাক্কার সিদ্দিক এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সাংসদ সদস্য ডা. সামিল উদ্দীন আহমেদ শিমুল, প্রবীণ সাংবাদিক শামসুল ইসলাম টিকু, কৃষি অ্যাসেসিয়েশনের সাধারণ সম্পাদক মুনজের আলম মানিক, সাংবাদিক আহসান হাবিবসহ অন্যরা।

এসময় বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জের ফজলি আম জি আই স্বত্ব প্রাপ্তিতে জেলাবাসী আনন্দীত। ভৌগোলিক নির্দেশক (জিআই) রাজশাহীর ফজলি আম পণ্যের নিবন্ধন ও বিরোধিতা সংক্রান্ত শুনানী শেষ চাঁপাইনবাবগঞ্জের ফজলি আমের জি আই স্বত্ব পাওয়া যায়। বক্তারা আরো বলেন, পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরে আবেদনকৃত চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া ও আশ্বিনা আমের স্বীকৃতির স্বত্ব ঘোষণা দাবি করেন।

উল্লেখ্য গত ২৪ এপ্রিল পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তরের রেজিস্ট্রার শুনানি শেষে এক রায়ে ফজলী আমকে ভোগৗলিক নির্দেশক পণ্য (জি আই) হিসেবে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জের ফজলী আম হিসেবে স্বত্ব ঘোষণা করেন।

আরও দেখুন

বৈশাখের খরতাপে চলনবিলে শ্রমিকের মাঝে স্যালাইন-পানি বিতরণ অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: বৈশাখের তীব্র তাপদাহে মানুষ ও প্রাণীকুলের জীবন-যাপন হাঁসফাঁস অবস্থা। বিশেষ করে চলনবিলের কৃষি …